বলিউড তারকাদের সবসময়ই সুন্দর দেখায়। যে অনুষ্ঠানই হোক না কেনো, সাজগোজ ছাড়া ঘরের বাইরে একেবারেই আসেন না তারা।

* সাজঘরে স্থির শাহরুখ খান।

* সাজগোজ করছেন সোনম কাপুর।

* বলিউডে সবেমাত্র তখন ঢুকেছেন ক্যাটরিনা কাইফ। সেই সময়ে তার সাজগোজের চিত্র।

* ক্যাটরিনা কাইফের চুলসজ্জা করে দিচ্ছেন বিখ্যাত রূপসজ্জাকর ও চুল বিশেষজ্ঞ ড্যানিয়েল বিউয়ার।

* দৃশ্যধারণ শুরুর আগে সাজগোজ করছেন কারিনা কাপুর।

* দৃশ্যধারণ শুরুর আগে প্রিয়াঙ্কা চোপড়াকে রূপসজ্জাকরদের শেষ মুহূর্তের অাঁচড়।

* রূপসজ্জা ও হেয়ার স্টাইলিস্টদের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ।

* ‘পা’ (২০০৯) ছবির জন্য অমিতাভ বচ্চনের প্রস্তুতির মুহূর্ত।

* রূপসজ্জাকরের সঙ্গে জুহি চাওলার পুরনো ছবি।
বাংলাদেশ সময় : ১২৪৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
জেএইচ