ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

‘ইন্টারন্যাশনাল টাউট’ মীর সাব্বিরের সঙ্গে নাদিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, এপ্রিল ২৫, ২০১৫
‘ইন্টারন্যাশনাল টাউট’ মীর সাব্বিরের সঙ্গে নাদিয়া নাদিয়া ও মীর সাব্বির

আন্তর্জাতিক মানের প্রতারক চরিত্রে অভিনয় করবেন মীর সাব্বির। রোজার ঈদের জন্য নির্মাণাধীন ‘ইন্টারন্যাশনাল টাউট’ নাটকে দেখা যাবে তাকে।

এখানে তার সহশিল্পী নাদিয়া। আগামী ৬ ও ৭ মে মানিকগঞ্জে এর দৃশ্যধারণ হবে।

এটি লিখেছেন ড. রুদ্র মোহাম্মদ মোস্তফা কামাল, পরিচালনা করছেন এমদাদ খান। এতে আরও অভিনয় করবেন ওয়াহিদা মল্লিক জলি, মৌরি সেলিম, দিলু, কাজী উজ্জ্বল, এসআই শহীদ, লাবণী প্রমুখ।

নাটকটি নিয়ে মীর সাব্বির বাংলানিউজকে বলেন, ‘এখানে আমার চরিত্রের নাম দেলোয়ার। বিয়ের আসর থেকে ডিবি পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। এটি আগাগোড়া হাসির নাটক। ’

এদিকে সম্প্রতি রাজ্জাকের ছেলে সম্রাটের পরিচালনায় ‘প্রেমে পড়ার দিন’ নাটকে অভিনয় করেছেন মীর সাব্বির। এখানে তার সহশিল্পী নিশা।



* ওপরের ছবিতে ‘প্রেমে পড়ার দিন’ নাটকের সেটে সম্রাটের পরিচালনায় অভিনয় করছেন মীর সাব্বির ও নিশা

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।