ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

১৭ বছর পর নিকোল কিডম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪০, এপ্রিল ২৪, ২০১৫
১৭ বছর পর নিকোল কিডম্যান নিকোল কিডম্যান

লন্ডনের মঞ্চে ১৭ বছর পর ফিরছেন নিকোল কিডম্যান। ‘ফটোগ্রাফ ৫১’ নামের একটি নাটকে ব্রিটিশ বিজ্ঞানী রোজালিন্ড ফ্রাঙ্কলিন চরিত্রে অভিনয় করবেন তিনি।

এর নির্দেশনা দিচ্ছেন মাইকেল গ্র্যান্ডেজ। তারা ‘জিনিয়াস’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন সম্প্রতি।

জানা গেছে, লন্ডনের নোয়েল কাওয়ার্ড থিয়েটারে চলতি বছরের ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে নাটকটির প্রদর্শনী হবে ২১ নভেম্বর পর্যন্ত। এটি লিখেছেন আনা জিগলার।

সর্বশেষ ১৯৯৮ সালে ডনমার ওয়্যারহাউসে ‘দ্য ব্লু রুম’ নাটকে অভিনয় করেছিলেন কিডম্যান। সে সময় তার কাজটি প্রশংসিত হয়। ওটাই জীবনের সেরা অভিজ্ঞতা উল্লেখ করে আবার লন্ডনের মঞ্চে ফেরার ইচ্ছা দেখিয়েছেন অস্ট্রেলিয়ান এই অভিনেত্রী। তবে এ নিয়ে স্নায়ুচাপেও ভুগছেন তিনি। কারণ আগের নাটকের কথা ভেবে অনেকের প্রত্যাশা থাকবে উঁচুতে।

১৯৫৩ সালে ডিএনএ’র দ্বৈত সত্ত্বা আবিষ্কারে একমাত্র নারী হিসেবে যুক্ত ছিলেন রোজালিন্ড। কিন্তু তার নাম ইতিহাসে কোথাও ছিলো না। মৃত্যুর কয়েক বছর সেই স্বীকৃতি মিলেছে প্রয়াত এই বিজ্ঞানীর।

বাংলাদেশ সময় : ১৬৩৬ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।