ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

মালদ্বীপে রণবীর-ক্যাটরিনার অভিসার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, এপ্রিল ২৩, ২০১৫
মালদ্বীপে রণবীর-ক্যাটরিনার অভিসার ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর

রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ দু’জনই টানা কাজ নিয়ে ব্যস্ত থাকায় মাঝে অনেকদিন একসঙ্গে সময় কাটানো হয়নি। তাছাড়া ক্লান্তি চলে এসেছিলো।

তাই মালদ্বীপে বেড়াতে গেলেন তারা।  

 

বলিউডের এই প্রেমিক যুগল খুব সকালে সেখানে পৌঁছান। তাদেরকে বিমানবন্দরে ক্যামেরাবন্দি করে পাপারাজ্জিরা। সেই ছবি অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে।  

 

জানা গেছে, হাতে কাজ থাকায় দু’একদিনের (শনিবার) মধ্যে ভারতে ফিরতে হবে রণবীর-ক্যাটকে। ৩২ বছর বয়সী রণবীর এখন ব্যস্ত ‘জগ্গা জাসুস’ (ক্যাটরিনা কাইফ), ‘বোম্বে ভেলভেট’ (আনুশকা শর্মা) এবং ‘তামাশা’ (দীপিকা পাড়ুকোন) নিয়ে।  

অন্যদিকে ক্যাটরিনা ‘ফিতুর’ ছবির কাজ শেষ করেছেন। এবার কান উৎসবে অংশ নিতে ফ্রান্স যাবেন তিনি। মাঝে মুম্বাই ফিরে একটি বিজ্ঞাপনের কাজ করবেন ৩১ বছর বয়সী এই অভিনেত্রী।  

 

এর আগেও একসঙ্গে হাওয়াই দ্বীপে ঘুরতে গিয়েছিলেন রণবীর-ক্যাট। শোনা যাচ্ছে, আগামী বছর বিয়ের পিঁড়িতে বসবেন তারা। অবশ্য এখন একই ছাদের নিচে থাকেন বলিউডের এই দুই তারকা।  

 

বাংলাদেশ সময় : ১৭২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫

বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।