ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

রানীর সংসারের বর্ষপূর্তি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, এপ্রিল ২৩, ২০১৫
রানীর সংসারের বর্ষপূর্তি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া

বলিউডে তারকাময় অনুষ্ঠান আর ছুটোছুটি মধ্যেও আদিত্য চোপড়ার সঙ্গে সংসার জীবনটা একরকম আড়ালেই রাখতে পারছেন রানী মুখার্জি। গত বছরের ২১ এপ্রিল ইতালিতে চুপিসারে বিয়ে করেন তারা।

দেখতে দেখতে এক বছর কেটে গেলো।

বিয়ের মতোই প্রথম বিবাহবার্ষিকী ঘরোয়াভাবে দিনটি উদযাপন করেছেন দু’জন। ছিলো না কোনো জাঁকজমক আয়োজন। অনুষ্ঠানে শুধু কাছের ও ঘনিষ্ঠজনরা ছিলেন। যথারীতি এ নিয়ে তেমন সুবিধা করতে পারেনি পাপারাজ্জিরা।

জানা গেছে, আদিত্য ও রানী এখন ওজন কমাতে ঘাম ঝরাচ্ছেন। এ নিয়ে দু’জনের মধ্যে চলছে সুস্থ প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৫
বিএসকে/


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।