ঢাকা, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

সাত বছর পর ফেরদৌস ও মিম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৫, এপ্রিল ২৩, ২০১৫
সাত বছর পর ফেরদৌস ও মিম ফেরদৌস ও বিদ্যা সিনহা মিম

হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবিতে ফেরদৌসের সঙ্গে অভিনয় করেছিলেন বিদ্যা সিনহা মিম। মাঝে কেটে গেছে সাত বছর।

কিন্তু তাদেরকে আর এক ফ্রেমে পাওয়া যায়নি। নতুন খবর হলো, এবার একটি বিজ্ঞাপনচিত্রে জুটি বাঁধছেন জনপ্রিয় এ দুই তারকা।  

জেমস ডেভেলপমেন্টের বিজ্ঞাপনটি নির্মাণ করবেন রিপন নাগ। আগামী ২৯ ও ৩০ এপ্রিল সিলেটের গ্র্যান্ড সুলতান হোটেলে এর দৃশ্যায়ন হবে। তার আগেই বিলবোর্ডে ব্যবহারের জন্য ফটোশুটে অংশ নিয়েছেন ফেরদৌস ও মিম। এর জিঙ্গেল গাইছেন হাবিব ও ন্যান্সি। সুর ও সংগীত হাবিবের।

ফেরদৌসের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মিম বাংলানিউজকে বললেন, ‘তার সাথে ‘আমার আছে জল’ ছবির পরে একবার একটা অনুষ্ঠানে নেচেছিলাম। এ ছাড়া আর কোনো কাজ করা হয়নি। এবার বিজ্ঞাপনটা করছি। ’

এদিকে মিম চলতি মাসে আরও চারটি বিজ্ঞাপনের কাজ করবেন। এর মধ্যে তিনটিতে তাকে একাই দেখা যাবে। বাকি দুটির একটিতে তার সহশিল্পী নাঈম, অন্যটিতে থাকবেন কাজী আসিফ।

বাংলাদেশ সময় : ১১৪১ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।