ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

দীপালির দুই ছবির নায়ক বাপ্পি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৮, এপ্রিল ২২, ২০১৫
দীপালির দুই ছবির নায়ক বাপ্পি বাপ্পি চৌধুরী ও তানিয়া

দীপালি আক্তার তানিয়া সম্প্রতি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবি দুটিতে তার সহশিল্পী হিসেবে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী।

ছবির দুটি হচ্ছে মনিরুল ইসলাম সোহেলের ‘বাজে ছেলে’ এবং ইস্পাহানী আরিফ জাহানের ‘মিশন মাদ্রিদ’।  

 

তানিয়া বাংলানিজকে বলেন, ‘নতুন দুটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। এরমধ্যে ‘বাজে ছেলে’ ছবির কাজ ১৫ মে থেকে শুর হচ্ছে। দুটি ছবিতে আমাকে ভিন্ন সাজসজ্জায় দেখবেন দর্শকরা। ছবির কাহিনীও বেশ মজার। দুটি ছবিতেই রোমান্টিক ও অ্যাকশন গল্প থাকছে। আর বাপ্পির সাথে প্রথম কাজ করতে যাচ্ছি। বেশ ভালো লাগছে। ’

 

দীপালি আক্তার তানিয়া আহমেদ আজীম টিটুর পরিচালনায় 'পায়রা' চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনয় করছেন। এ ছবিতে তার সহশিল্পী ছিল ইমন। এরপর অনন্য মামুনের ‘ব্ল্যাকমেইল’ ও দেবাশীষ বিশ্বাসের ‘মন দিওয়ানা’ ছবিতে কাজ করেন। তবে কোনো ছবি এখনও মুক্তি পায়নি।  

 

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, ২২ এপ্রিল, ২০১৫

এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।