ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

শমী কায়সারের ‘অনুমতি প্রার্থনা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২০, এপ্রিল ২০, ২০১৫
শমী কায়সারের ‘অনুমতি প্রার্থনা’ শমী কায়সার

দুই বছর আগে ‘প্যারালাল ইমেজ’ নামের একটি টেলিছবিতে কাজ করেন শমী কায়সার। মাঝে আর তার নতুন কাজ দেখেনি দর্শক।

আশার খবর হলো, আবার অভিনয়ে ফিরছেন জনপ্রিয় এই অভিনেত্রী। ‘অনুমতি প্রার্থনা’ নামের একটি টেলিছবিতে দেখা যাবে তাকে।

এটি লিখেছেন চয়নিকা চৌধুরী। পরিচালনাও তার। এতে তার সহশিল্পী থাকছেন মাহফুজ আহমেদ, আনিসুর রহমান মিলন ও মিথিলা। তাদের মধ্যে মাহফুজ ও শমী আবার কাজ করবেন দীর্ঘ ১০ বছর পর। সর্বশেষ ‘তোমাকে ছুঁয়ে’ নাটকে দেখা গেছে তাদেরকে। এটিও পরিচালনা করেন চয়নিকা চৌধুরী।

‘অনুমতি প্রার্থনা’ সাজানো হয়েছে একটি বিদেশি গল্প অবলম্বনে। এর দৃশ্যধারণ হবে নেপালে। আগামী রোজার ঈদে এনটিভিতে প্রচার হবে টেলিছবিটি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।