ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

ছোটপর্দায় প্রথমবার চাঁদনী-সাব্বির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, এপ্রিল ১৯, ২০১৫
ছোটপর্দায় প্রথমবার চাঁদনী-সাব্বির চাঁদনী-সাব্বির আহমেদ

চাঁদনী একজন গুনী নৃত্যশিল্পী ও অভিনেত্রী। এবার তার সঙ্গে প্রথমবার একটি খন্ড নাটকে অভিনয় করতে যাচ্ছেন সাব্বির আহমেদ।

নাটকের নাম ‘বিষ’। এটি রচনা ও পরিচালনা করেছেন কিশোর মাহমুদ।

আগামী ২১ এপ্রিল থেকে রাজশাহীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ শুরু হবে। নাটকটি নিয়ে সাব্বির আহমেদ বাংলানিউজকে বলেন, ‘এখানে আমাদের সাপুড়ে বেশে অভিনয় করতে দেখা যাবে। আর চাঁদনী আ‍পার সাথে প্রথমবার অভিনয় করতে যাচ্ছি। আমি তার ‍অভিনয়ের বেশ ভক্ত। আশা করি, একসাথে কাজটি ভালো হবে। ’

সাপুড়ে মানুষদের জীবনের গল্প নিয়ে নির্মিত ‘বিষ’ নাটকটি খুব শিগগিরই যে কোনো চ্যানেলে প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
এমকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।