ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

পিএইচডি করছেন মম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৯, এপ্রিল ১৯, ২০১৫
পিএইচডি করছেন মম জাকিয়া বারী মম / ছবি : নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী জাকিয়া বারী মম সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে সমাবর্তনে অংশ নেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে ২০১০ সালে স্নাতক আর ২০১২ সালে স্নাতকোত্তর শেষ করার পর এবার তিনি পিএইচ ডি করার জন্য ভর্তি হলেন।



১৯ এপ্রিল অনেকটা উচ্ছাস নিয়ে মম বাংলানিউজকে বলেন, ‘আরো একটি কঠিনতম পথে যাত্রা শুরু আজ থেকে। পিএইচডি করার জন্য ভর্তি হয়েছি আজ। অভিনয় নিয়ে গবেষণা করবার সুযোগ পেয়েছি,কাজটি সময়ের মধ্য শেষ করতে চাই। ’

৫ ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি।

এছাড়া ১০ এপ্রিল মুক্তি পায় মম ও আরিফিন শুভ অভিনীত ছবি ‘ছুঁয়ে দিলে মন’। মুক্তির পর ধীরে ধীরে দর্শকরা ছবিটি পছন্দ করা শুরু করে। এজন্য এটি নতুন করে বাংলাদেশের বেশকিছু সিনেমা হলে চলছে। ছবিটি পরিচালনা করেছেন শিহাব শাহীন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, ১৯ এপ্রিল, ২০১৫
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।