ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

সায়মনের ‘প্রেম বলে কিছু নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, এপ্রিল ১৮, ২০১৫
সায়মনের ‘প্রেম বলে কিছু নেই’ সায়মন/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চিত্রনায়ক সায়মন সাদিক এখন ভেবেচিন্তে ছবি হাতে নিচ্ছেন। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন শাহিন সুমন পরিচালিত ‘প্রেম বলে কিছু নেই’ ছবিতে।

এতে তার সহশিল্পী নবাগত সানিতা।

সায়মন বাংলানিউজকে জানান, ১৯ এপ্রিল তিনি চট্টগ্রামে যাবেন। এরপর বান্দরবান ও রাঙামাটির বিভিন্ন জায়গায় কাজ করবেন তারা। শুরুতেই রোমান্টিক-অ্যাকশন ধাঁচের ছবিটির গানের চিত্রায়ন হবে। নৃত্য পরিচালনা করবেন এআর আজিজ।

এসএফ ফিল্মস প্রযোজিত ছবিটিতে আরও অভিনয় করবেন সুমিত, সাদেক বাচ্চু, অমিত হাসান, কমল পাটোয়ারি, জিয়া ভিমরুল প্রমুখ। এর কাহিনি লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।