ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

ইমনের মানিব্যাগে পিয়া বিপাশা!

কামরুজ্জামান মিলু, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, এপ্রিল ১৮, ২০১৫
ইমনের মানিব্যাগে পিয়া বিপাশা! ইমন ও পিয়া বিপাশা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইমন এখন বড়পর্দা নিয়েই বেশি ব্যস্ত। এ পর্যন্ত পূর্ণদৈর্ঘ্য ছবিতেই শুধু কাজ করেছেন তিনি।

এবার তাকে পাওয়া যাবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে। ‘মানিব্যাগ’ নামের ছবিটিতে তার সঙ্গে জুটি বাঁধছেন পিয়া বিপাশা। এবারই প্রথম তাদেরকে এক ফ্রেমে দেখা যাবে।

সোহেলের পরিচালনায় ছবিটির দৃশ্যায়ন হচ্ছে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন জায়গায়। এতে আরেকটি চরিত্রে অভিনয় করছেন নিঝুম রুবিনা। ‘মানিব্যাগ’-এর সব কাজ শেষে শিগগিরই প্রদর্শনীর ব্যবস্থা করা হবে বলে জানান পরিচালক।

ইমন বাংলানিউজকে বলেন, ‘গল্পটি ভালো লেগেছে বলেই স্বল্পদৈর্ঘ্য ছবিতে কাজ করছি। বেকার একটি ছেলের জীবনের নানা ঘটনাকে ঘিরে সাজানো হয়েছে এটি। এতে একটি গানও রয়েছে। আগামী ১৯ এপ্রিল ছবিটির চিত্রায়ন শেষ হবে। ’

এদিকে পিয়া বিপাশা সম্প্রতি ‘কাটুস কুটুস’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে অভিনয় করেছেন। পহেলা বৈশাখে এর প্রদর্শনী হয়েছে। একই উপলক্ষে হাবিবের একটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। এর বাইরে পিপলু আর খানের নির্দেশনায় কেয়া বিউটি সোপের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন পিয়া বিপাশা।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।