ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

ছিনতাইয়ের কবলে তানজিন তিশা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩০, এপ্রিল ১৮, ২০১৫
ছিনতাইয়ের কবলে তানজিন তিশা তানজিন তিশা/ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। গত ১৭ এপ্রিল রাতে রাজধানীর গুলশানে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীরা তার ব্যাগের বেশকিছু টাকা ও অলঙ্কার নিয়ে গেছে। এ সময় হাতে ও পায়ে চোট পেয়েছেন তিনি। এ কারণে এখন সব কাজ বাদ দিয়ে ঘরে বিশ্রাম নিতে হচ্ছে তাকে।

তানজিন তিশা বাংলানিউজকে বলেন, ‘ওইদিন রাত সাড়ে ৯টায় গুলশান ১ ও ২ নম্বরের মাঝামাঝি এ ঘটনা ঘটে। একটি সাদা রঙা এক্স করোলা গাড়ি হঠাৎ আমার হাতের ব্যাগ টান দিয়ে চলে যায়। ব্যাগটা শক্ত করে রাখার চেষ্টা করতে রিকশা থেকে ছিটকে নিচে পড়ে যাই আমি। তবে মোবাইল ফোন দুটি আমার হাতেই ছিলো। এ কারণে ছিনতাইকারীরা মোবাইল নিতে পারেনি। তবে ওগুলো রাস্তায় পড়ে কয়েক টুকরো হয়েছে। ’

তানজিন তিশার সঙ্গে সেসময় তার দুই বন্ধু জাহিন খান ও ইমু ছিলেন। তারাই পরে বাসায় পৌঁছে দিয়েছে তানজিনকে। তিনি আরও বলেন, ‘এমন ঘটনার সম্মুখীন কখনও হইনি। আহত হওয়ায় আগামী সাতদিন কোনো কাজই করতে পারবো না। এজন্য বেশ খারাপ লাগছে। ’

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।