ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

শাকিব-পাওলির প্রথম ঝলক (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, এপ্রিল ১৫, ২০১৫
শাকিব-পাওলির প্রথম ঝলক (ভিডিও)

শাড়ি পরে দৌড়াচ্ছেন পাওলি দাম। তার গন্তব্য অজানা।

একটা ট্রেন সাঁই করে চলে গেলো। এরপরেই দেখা গেলো শাকিব খান সুখটান দিচ্ছেন। তার সঙ্গে রেলগাড়ির ডকে দেখা হয় পাওলির। ‘সত্তা’ ছবির প্রথম ঝলকের শুরুটা এমনই। পহেলা বৈশাখে ফেসবুক ও ইউটিউবে এটি উন্মুক্ত করা হয়েছে।  

 

প্রথম ঝলকে ব্যবহার করা হয়েছে মমতাজের গাওয়া ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন/আমারে পোড়াইতে তোমার এত আয়োজন/আমারে ডোবাইতে তোমার এতো আয়োজন’। বাপ্পা মজুমদারের সুর ও সংগীত পরিচালনায় এ ছবিতে থাকছে মোট ছয়টি গান। এগুলোতে কণ্ঠ দিয়েছেন মমতাজ, সামিনা চৌধুরী, কনা, মিলা প্রমুুখ।  

 

সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে ‘সত্তা’ পরিচালনা করছেন হাসিবুর রেজা কল্লোল। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। তরঙ্গ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় গত বছরের ১৬ নভেম্বর থেকে এর দৃশ্যায়ন শুরু হয়। চিত্রগ্রহণ করেছেন টি ডব্লিউ সৈনিক। শিগগিরই ছবির বাকি কাজ শুরু হবে বলে জানা যায়।  

 

* ‘সত্তা’ ছবির প্রথম ঝলক : 

 

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১৫ এপ্রিল, ২০১৫

এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।