ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

কানের লালগালিচায় রণবীর-ক্যাটরিনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, এপ্রিল ১৩, ২০১৫
কানের লালগালিচায় রণবীর-ক্যাটরিনা রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ

বলিউডের ভবিষ্যৎ দম্পতি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ এখন সবারই প্রিয় কপো-কপোতি। প্রেমে হাবুডুবু খেয়ে চলা এই তারকাযুগল এবারের কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় অংশ নেবেন হাতে হাত রেখে।

এই মর্যাদাসম্পন্ন আয়োজনে যোগ দিতে আগামী মাসেই কানে পাড়ি দিচ্ছেন তারা।

জানা গেছে, ৬৮তম কান চলচ্চিত্র উৎসবে রণবীর ‘বোম্বে ভেলভেট’ ছবির প্রচারণা চালাবেন। অন্যদিকে ক্যাটরিনা অংশ নেবেন সৌন্দর্য প্রসাধনী লরিয়েলের শুভেচ্ছাদূত হিসেবে। এটাই হবে কানে তাদের প্রথম সফর। যদিও বলিউডের এ দুই তারকার অংশ নেওয়ার ব্যাপারে আয়োজকদের পক্ষ থেকে এখনও কিছুই জানানো হয়নি।

আগামী ১৩ মে শুরু হবে কান উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। বলিউড তারকাদের মধ্যে এবারও ঐশ্বরিয়া রাই বচ্চন, সোনম কাপুর এবং মল্লিকা শেরাওয়াতেরও অংশ নেওয়ার কথা রয়েছে এ আয়োজনে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।