ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

বনানী মাঠে থাকছে তিন ব্যান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৯, এপ্রিল ১২, ২০১৫
বনানী মাঠে থাকছে তিন ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর বনানী মাঠে থাকছে তিন ব্যান্ড মাইলস, ওয়ারফেজ ও অর্থহীন। অরেঞ্জ ৩৬০ লিমিটেড এবং কানেকটিং এইজের সার্বিক আয়োজনের কনসার্টটির পৃষ্ঠপোষকতায় আছে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড।



আয়োজকরা জানান, ১৪ এপ্রিল দুপুর আড়াইটায় এই কনসার্ট শুরু হবে। চলবে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে কেন্দ্র করে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। পুরো আয়োজনটি কেবল গানের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। দিনব্যাপী মেলারও আয়োজন করা হয়েছে। এই কনসার্টে আরও গান গাইবেন সফি মণ্ডল ও কোনাল।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, ১২ এপ্রিল, ২০১৫
এমকে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।