ঢাকা, রবিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

বিনোদন

নেপালে শাকিবের রাজনীতি!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩০, এপ্রিল ১১, ২০১৫
নেপালে শাকিবের রাজনীতি! নেপালের রাস্তায় শাকিব খান

নেপালে গিয়ে রাজনীতি করছেন শাকিব খান! ঘাবড়াবেন না, রাজনীতির ময়দানে নামেননি তিনি। জনপ্রিয় এই অভিনেতা এখন কাজ করছেন ‘রাজনীতি’ নামের একটি ছবিতে।

সেজন্য সম্প্রতি নেপাল গেছেন তিনি। বুলবুল বিশ্বাস পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করছেন জায়েদ খান ও অপু বিশ্বাস।

এ প্রসঙ্গে মুঠোফোনে শাকিব বাংলানিউজকে বলেন, ‘ছবির কাজটি শুরু হয়েছে নেপালে। এতে আমাকে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে। এখানে প্রথমবার পাহাড়ে ওঠার একটি দৃশ্যে কাজ করছি। এটি অ্যাকশনধর্মী ছবি। এখানে কাজ শেষে ১৩ এপ্রিল দেশে ফেরার পরিকল্পনা আছে। ’

‘রাজনীতি’র বাইরে শাকিব বর্তমানে এসএ হক অলিকের ‘আরও ভালোবাসবো তোমায়’ ছবির কাজ করছেন। এতে তার নায়িকা পরীমনি।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ১১ এপ্রিল, ২০১৫
এমকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।