ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ইন্ডিয়ান আইডলের বিচারক সোনাক্ষী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৭, এপ্রিল ৬, ২০১৫
ইন্ডিয়ান আইডলের বিচারক সোনাক্ষী সোনাক্ষি সিনহা

সোনাক্ষী সিনহা এবার ছোট পর্দায়। তবে অভিনেত্রী হিসেবে নয়।

শিশুদের সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠান ‘ইন্ডিয়ান আইডল জুনিয়র’-এ বিচারকের দায়িত্ব পালন করতে দেখা যাবে তাকে। টুইট‍ারে তিনি নিজেই সে কথা জানিয়েছেন।

নতুন কাজের দায়িত্ব পেয়ে সোনাক্ষী বেশ খুশি। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার মনটা এখনও বাচ্চাদের মতোই। তাই খুদেদের সঙ্গে সময় কাটানোর এমন সুযোগ পাওয়া সত্যি লোভনীয়। তাছাড়া বাচ্চাদের প্রতিভাকে চোখের সামনে দেখ‍াও আনন্দের। ‘

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।