ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

ঢাকা ও চট্টগ্রামে নচিকেতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, এপ্রিল ৫, ২০১৫
ঢাকা ও চট্টগ্রামে নচিকেতা নচিকেতা/ ছবি: নূর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী  নচিকেতা আবার বাংলাদেশে আসছেন। এবারের সফরে ঢাকা ও চট্টগ্রামে একটি করে অনুষ্ঠানে সংগীত পরিবেশনের কথা রয়েছে তার।

এগুলোর আয়োজন করেছে তালাশ মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট।

জানা গেছে, আগামী ৯ এপ্রিল চট্টগ্রাম সিনিয়র ক্লাবে এবং ১৩ অথবা ১৪ এপ্রিল ঢাকায় ধানমন্ডি ক্লাবে গান গেয়ে শোনাবেন নচিকেতা। আয়োজকরা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক অনুমতি পাওয়া বাকি।

ওপার বাংলায় বসতি গড়লেও নচিকেতার মামাবাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া ও ঝালকাঠির কাঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর গ্রামে।

এদিকে ঢাকায় এটিএন বাংলার জন্য একটি অনুষ্ঠানে নচিকেতার অংশ নেওয়ার গুঞ্জন শোনা গেছে। কিন্তু জানা গেছে, তিনি অনুষ্ঠানটিতে অংশ নেবেন না।

বাংলাদেশ সময় : ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।