ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

চাতকের ‘সহজ মানুষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, এপ্রিল ৫, ২০১৫
চাতকের ‘সহজ মানুষ’ চাতক ব্যান্ডের সদস্যরা

নরসিংদীতে চাতকের খুব কদর। ব্যান্ডটির জন্ম ২০০৯ সালে।

মঞ্চ পরিবেশনার মধ্যেই সীমাবন্ধ ছিলো তাদের পদচারণা। দর্শক-শ্রোতার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে অনেকটা হুট করেই নিজেদের প্রথম অ্যালবামের কাজ শুরু করেছেন ব্যান্ডের সদস্যরা। এর নাম রাখা হয়েছে  ‘সহজ মানুষ’।

অ্যালবামটিতে লালনের চারটি ও দুটি মৌলিক গান রয়েছে। এ প্রসঙ্গে চাতক ব্যান্ডের প্রধান কেনেডি বলেন, ‘আমরা শুরু থেকেই লালনের গান বেশি করতাম। লালনের প্রতি ভালোবাসা থেকেই এ অ্যালবামটি করা। ’

চাতকের জন্য একটি মৌলিক গান লিখেছেন চিরকুট ব্যান্ডের সুমি, অন্যটি চাতক ব্যান্ডের প্রধান কেনেডির লেখা। অ্যালবামটির সংগীত প্রযোজক হিসেবে আছেন চিরকুট ব্যান্ডের ইমন। পহেলা বৈশাখকে সামনে রেখে ‘সহজ মানুষ’ বাজারে আনছে নতুন অডিও প্রযোজনা সংস্থা ‘এম রেকর্ডস’।

চাতক ব্যান্ডের লাইনআপ : কেনেডি (কণ্ঠ ও গিটার), পলক (লিড গিটার), ফাহমি (গিটার), শান্ত (ঊেৎ গিটার) এবং লিমন (ড্রামস)।

বাংলাদেশ সময় : ১৫২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।