ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

প্রত্যয়-লিজার ‘তুমি চাইলে আনতে পারি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, এপ্রিল ৩, ২০১৫
প্রত্যয়-লিজার ‘তুমি চাইলে আনতে পারি’ প্রত্যয় খান ও লিজা

জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খানের ছোট ভাই প্রত্যয় খান অনেকদিন ধরেই গান করে আসছেন। এবার পহেলা বৈশাখ উপলক্ষে ক্লোজআপ তারকা লিজার সঙ্গে একটি গানে কন্ঠ দিয়েছেন।

জিয়াউদ্দিন আলমের লেখা এ গানের শিরোনাম ‘তুমি চাইলে আনতে পারি’।  

 

গানটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রত্যয় খান নিজেই। ২ এপ্রিল সন্ধায় গুলশান নিকেতনে রিপন খানে ষ্টুডিও ‘ইকিউ’তে গানটির ভয়েস দিয়েছেন তারা দুই জন।  

 

গানটি গাওয়া প্রসঙ্গে প্রত্যয় বলেন, ‘আলম চাচ্চুর সাথে এর আগে ইমরানের গাওয়া ‘পাগল এই মন’ গানটি আমার করা ছিল এবং সেই গানটি জনপ্রিয় হয়েছে। সেই ধারাবাহিকতায় তুই চাইলে আনতে পারি’গানটি। আর লিজার গান শুনেছি লিজা ভাল গাই। রোমান্টিক গানটি সবার পছন্দ হবে বলে আশা করছি। ’

 

জিয়াউদ্দিন আলমের আয়োজনে এই বৈশাখে জিসান মাল্টিমিয়ার ব্যানারে ’গান মেলায়’ প্রকাশিত হতে যাচ্ছে । মিশ্র অ্যালবাম ‘প্রত্যাশা’ অ্যালবামে প্রত্যয় ও লিজার এই গানটি থাকছে। বৈশাখের আগে গানটির প্রমো ইউটিউবে ছাড়া হবে বলে জানা যায়।

 

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ৩ এপ্রিল, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।