ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

অনলাইনে কেটি পেরির মোবাইল নম্বর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৫, এপ্রিল ৩, ২০১৫
অনলাইনে কেটি পেরির মোবাইল নম্বর! কেটি পেরি

সামাজিক যোগাযোগের মাধ্যমে কেটি পেরির অনুসারী লাখ লাখ। অসাবধানতার কারণে সবার কাছে পৌঁছে গেছে মার্কিন এই পপতারকার মোবাইল নম্বর।

নিজের পোষা কুকুর বাটারের একটি ভিডিও গত ১ এপ্রিল অনলাইনে ছাড়ার সময় এই ঘটনা ঘটিয়েছেন তিনি নিজেই। কারণ কুকুরটির ট্যাগেই লাগানো ছিলো নম্বরটি।

ইউএস ম্যাগাজিন খবরটি জানিয়েছে, টুইটার ও ইনস্টাগ্রামে কেটির মোবাইল নাম্বার পেয়ে চমকে যান অনুসারীরা। অনেকে তাকে ফোনে পাওয়ার চেষ্টায় মেতে ওঠেন। লাখ লাখ কল পেয়ে দ্রুত ভিডিওটি আর ছবি মুছে ফেলেন তিনি। পাশাপাশি নম্বরটি নিস্ক্রিয় করে দেন। এ ছাড়া কিম কারদাশিয়ানের মা ক্রিস জেনারের মতো চুলের ছাট দিয়েও ভক্তদের হতবাক করেছেন ৩০ বছর বয়সী এই গায়িকা।

বাংলাদেশ সময় : ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।