ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

বিনোদন

৩ এপ্রিল হবে ১০ই আগস্ট!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, মার্চ ৩১, ২০১৫
৩ এপ্রিল হবে ১০ই আগস্ট!

ভাবছেন ৩ এপ্রিল আবার ১০ আগস্ট হয় কি করে? আসলেই হয় না। আর যা-ই হোক অন্তত পঞ্জিকাকে পাল্টানো যায় না।

তাহলে ঘটনা কী? জানালেন নাঈম ও মেহজাবিন। তারা দু’জন অভিনয় করেছেন ‘আজ ১০ই আগস্ট’ নামের একটি নাটকে। মাছরাঙা টেলিভিশনে এটি প্রচার হবে আগামী ৩ এপ্রিল সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে।  

 

নাটকের নাম ‘আজ ১০ই আগস্ট’ কেনো? নাঈম জানালেন, তিনি এতে অভিনয় করেছেন রেডিও চ্যানেলের উঠতি আরজে আবির চরিত্রে। আরজের গুণাবলি আয়ত্তে আনতে রাতদিন পরিশ্রম করে সে। ছেলেটা ভালোবাসে স্বর্ণাকে। পরিবার থেকে বিয়ে ঠিক হয় মেয়েটির। চাকরি না থাকায় আবির কিছুই করতে পারছে না। সে একটি চাকরি অবশ্য পেয়েছে। কিন্তু দেরি হয়ে গেছে। কারণ স্বর্ণার বিয়ের তারিখ আর আবিরের চাকরিতে যোগদানের তারিখ একই- ১০ আগস্ট!

 

‘আজ ১০ই আগস্ট’ লিখেছেন ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি। এতে আরও অভিনয় করেছেন সিজার, আদি প্রমুখ।  

 

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।