ঢাকা, বৃহস্পতিবার, ১৯ আষাঢ় ১৪৩২, ০৩ জুলাই ২০২৫, ০৭ মহররম ১৪৪৭

বিনোদন

প্রথম হওয়ার নজির গড়লেন শাহরুখ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৯, জানুয়ারি ২৯, ২০১৫
প্রথম হওয়ার নজির গড়লেন শাহরুখ! শাহরুখ খান

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে প্রথম ভারতীয় হিসেবে ভিডিও টুইট করলেন শাহরুখ খান। সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ ঘোষণা দেয়, এখন থেকে ব্যবহারকারীদের জন্য ভিডিও ধারণ, সম্পাদনা ও শেয়ার করার সুযোগ থাকবে।

নতুন অপশনটি টুইটারে যুক্ত হওয়ার পরই ঝটপট ভিডিও টুইট করে ফেললেন বলিউডের সুপারস্টার।

ভিডিওতে শাহরুখ বলেছেন, ‘ভিডিও টুইটের চেষ্টা করছি!’ এর দৈর্ঘ্য ২৫ সেকেন্ড। এক বিবৃতিতে ৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেছেন, ‘টুইটার বরাবরই আকর্ষণীয় অপশন নিয়ে আসে। টুইটারের এই ভিডিও ক্যামেরা উপভোগ করার মতোই একটি বিষয়। ’

টুইটারের মার্কেট ডিরেক্টর (ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়া) ঋষি জেটলি জানান, টুইটার অডিও কার্ড ব্যবহার করে ভয়েস মেসেজ পাঠানো প্রথম ভারতীয় ব্যক্তি শাহরুখই। এর মধ্য দিয়ে তার ভক্তদের নতুন এক অভিজ্ঞতা হলো।

বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।