ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

বিনোদন

কিমের ট্রাফিক আইন লঙ্ঘন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪২, জানুয়ারি ২৯, ২০১৫
কিমের ট্রাফিক আইন লঙ্ঘন

ট্রাফিক আইন অমান্য করার দায়ে আটক হলেন কিম কারদাশিয়ান। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মালিবুতে।

সেখানে সৎ বাবা ব্রুস জেনারের বাড়ি থেকে বের হওয়ার পর ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে ‘কিপিং আপ উইথ দ্য কারদাশিয়ান’ রিয়েলিটি শোর এই মার্কিন তারকার বিরুদ্ধে।

জানা গেছে, মার্সিডিজ গাড়িটি নিজেই চালাচ্ছিলেন কিম। ইন্টারনেটে প্রকাশিত কয়েকটি ছবিতে দেখা গেছে, মোটরসাইকেলে চড়ে গাড়িটির পিছু নিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। এক পর্যায়ে গাড়ি থামাতে বাধ্য হন কিম। এরপর ডান পাশের জানালা খুলে পুলিশের সঙ্গে কথা বলেন ৩৪ বছর বয়সী এই তারকা। ধারণা করা হচ্ছে, অবৈধভাবে ইউটার্ন নেওয়ার কারণেই কিমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।