ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

আমিই গোবিন্দর গুডলাক: সুনীতা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, সেপ্টেম্বর ১, ২০২৫
আমিই গোবিন্দর গুডলাক: সুনীতা সুনীতা ও গোবিন্দ

বেশ কয়েক মাস ধরেই বলিপাড়ায় গুঞ্জন চলছে, বলিউড তারকা গোবিন্দ ও সুনীতার দাম্পত্যে নাকি ভাঙন ধরেছে! এবার এ নিয়ে মুখ খুললেন গোবিন্দপত্নী সুনীতা।

তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, গোবিন্দর সঙ্গে তার সম্পর্ক অটুট রয়েছে।

বাস্তবে দুজনের বিচ্ছেদের কোনো সম্ভাবনা নেই।

গোবিন্দ এবং তার স্ত্রী সুনীতা আহুজা গণেশ চতুর্থীতে স্পষ্ট করে দিয়েছেন যে, তাদের বিবাহবিচ্ছেদ নিয়ে যে চর্চা চলছে, তা পুরোপুরি গুজব। কোনো তৃতীয় ব্যক্তি কিংবা অন্য কোনো কারণে কখনোই তাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে পারবে না।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা নিজেকে গোবিন্দর ‘লেডি লাক’ বলে দাবি করেন। কারণ, বিয়ের পর থেকেই গোবিন্দর সিনেমা চলতে থাকে, ক্যারিয়ারে আসে সাফল্যের মোড়।

তিনি বলেন, আমার শাশুড়ি (গোবিন্দর মা) মনে করতেন, আমি আসায় গোবিন্দর ভাগ্য খুলবে। আমার মনে হয়, তিনি একেবারেই ঠিক ছিলেন।

স্মৃতিচারণ করে সুনীতা বলেন, গোবিন্দ বি.কম ফাইনাল ইয়ারে পড়তেন, তখন আমাদের কথা হয়, বাগদান হয় এবং তারপর গোবিন্দ সুপারস্টার হন।

তিনি আরও জানান, আমার দেবর একদিন বলেছিলেন, গোবিন্দ নাকি মেয়েদের খুব একটা পছন্দ করেন না। তখন আমি সেই চ্যালেঞ্জটা নিই-তাকে ইমপ্রেস করতে হবে! এবং আমি সফল হই।

চ্যালেঞ্জ থেকে শুরু হওয়া সেই সম্পর্ক প্রেমে গড়ায়। শেষমেশ বিয়েও হয়।

গর্বের সঙ্গে সুনীতা বলেন, আজ আমি বলতে পারি, আমি খুব খুশি। জীবনের ভালো-মন্দ সব সময়েই আমি গোবিন্দর পাশে থেকেছি, পাশে থাকব।
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।