বেশ কিছুদিন ধরেই টলিউডে অভিনেতা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহানের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছে। সেই বিচ্ছেদ গুঞ্জনের পালে হাওয়া লাগতেই এবার অটুট দাম্পত্যের প্রমাণ দিতে মরিয়া তারকা দম্পতি।
একফ্রেমে হাসিখুশি মুখে ধরা দিয়ে তাদের বক্তব্য, ‘লোকে যখন আমাদের নিয়ে গল্প বানাতে ব্যস্ত, তখন আমরা আমাদের মতো করে বাঁচি। ’
সম্প্রতি কানাঘুষো শোনা গিয়েছিল, যশ নাকি ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস করেছেন!’ আর তাতেই ক্ষিপ্ত নুসরাত জাহান। যদিও তারকাজুটি নিজেদের মান-অভিমানের খবর কাউকে টের পেতে দেননি।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ঘরের চার দেওয়ালের সমীকরণ নিয়ে তিনি বাইরে আলোচনা করতে নারাজ। তবে সম্প্রতি ছেলের জন্মদিন একাই কাটাতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।
অন্যদিকে, বুধবার গণেশ পূজার আসরেও যশকে একাই দেখা যায়। এরপরই তাদের ডিভোর্সের গুঞ্জন টলিপাড়া থেকে দাবানল গতিতে ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। তবে একটি খুনসুটির ছবি শেয়ার করে যাবতীয় জল্পনা নস্যাতের চেষ্টা করেছেন যশ-নুসরাত। যে ছবি নুসরাতের বোনের বিয়ের অনুষ্ঠানে তোলা।
এনএটি