ঢাকা, বুধবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কড়া বার্তা আলিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৬, আগস্ট ২৬, ২০২৫
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কড়া বার্তা আলিয়ার

কয়েক বছর ধরে বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে দেখা গেছে তাদের নতুন বাড়ির কাজ কেমন চলছে, তা দেখতে আসছেন। কখনো তাদের সঙ্গে থাকেন রণবীরের মা নীতু কাপুর, আবার কখনো সঙ্গে ছোট্ট মেয়ে রাহা।

মুম্বাইয়ের পালি হিলে তাদের নতুন বাংলোর কাজও প্রায় শেষের পথে। রাজ কাপুরের বিখ্যাত কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় নির্মিত ছয়তলা বাংলোটি ৩ বছর ধরে নির্মাণাধীন।

সম্প্রতি এই বাড়ির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই শোনা যাচ্ছে রণবীর ও আলিয়া তাদের মেয়েকে নিয়ে নতুন বাড়িতে উঠেছেন। আলিয়া এখন একটি আনুষ্ঠানিক বিবৃতি শেয়ার করেছেন, আর তাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা লঙ্ঘন নিয়ে কড়া হয়েছেন মহেশ-কন্যা।

আলিয়া ভাট তার পোস্টে বলেছেন, আমি জানি যে মুম্বাইয়ের মতো শহরে জায়গা খুব সীমাবদ্ধ। কখনো আপনার বাড়ির জানালা থেকে, সামনের বাড়ির ভেতর দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে আপনি অন্যের গৃহস্থালির ব্যাপার ভিডিও করবেন এবং তা অনলাইনে ছড়িয়ে দেবেন। আমাদের বাড়ির একটি ভিডিও, যা এখনো নির্মীয়মান, তা রেকর্ড করে একাধিক জায়গায় প্রকাশিত হয়েছে। আমাদের অনুমতি না নিয়েই।

আলিয়া আরও বলেন, এটি স্পষ্টতই গোপনীয়তা লঙ্ঘন এবং একটি গুরুতর সুরক্ষা সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত স্পেসের ভিডিও করা বা ছবি তোলা কখনো কনটেন্ট হতে পারে না, এটি নিয়ম লঙ্ঘন। এটি কখনোই স্বাভাবিক হতে পারে না।

নিজের বক্তব্যে এই অভিনেত্রী আরও বলেন, ভেবে দেখুন, আপনার বাড়ির ভিতরের ভিডিওগুলো আপনার অজান্তেই সর্বজনীনভাবে শেয়ার করা আপনি কি সহ্য করবেন? আমরা কেউই করতাম না। সুতরাং এখানে একটি বিনীত কিন্তু দৃঢ় অনুরোধ, যদি আপনি অনলাইনে এই জাতীয় জিনিস দেখতে পান, তবে দয়া করে এটি ফরোয়ার্ড করবেন না বা এটি আরও অনেককে শেয়ার করবেন না। আমাদের মিডিয়ার বন্ধুদের বলছি যারা এই ছবি এবং ভিডিওগুলো প্রকাশ করেছেন: আমি আপনাদের অনুরোধ করছি অবিলম্বে এগুলো সরিয়ে ফেলুন।

এতে বেশিরভাগই লোক আলিয়াকে সমর্থন জানিয়েছেন। যদিও আবার একাংশের মত, আলিয়া-রণবীরই পাপারাৎজিদের বারবার খবর দেন, যখন তারা তাদের নির্মাণাধীন বাড়ির কাজ দেখভাল করতে আসেন। আর সেটা না করা হলেই, পাপারাজ্জিদের সাহস হতো না, ভিডিও ছড়িয়ে দেওয়ার।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।