ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম, গোপন বিয়ে, সন্তান জন্ম, বিচ্ছেদ- সব মিলিয়ে তাদের ব্যক্তিজীবন সবসময় ছিল আলোচনার কেন্দ্রে।
২০০৮ সালে শাকিবকে গোপনে বিয়ে করেন অপু। বিষয়টি গোপন রাখলেও ২০১৭ সালে ছেলে আব্রাম খান জয়ের জন্মের পর বিয়ের খবর প্রকাশ্যে আনেন তিনি। এরপরেই বিচ্ছেদের পথেই হাঁটেন এই তারকা জুটি।
গল্প এখানেই থেমে যায়নি। ছেলের টানে আবারো কাছাকাছি আসা, একসঙ্গে ভ্রমণ, পারিবারিক সময় কাটানো- এসব নিয়ে বারবার খবর ছড়িয়েছে ‘আবারো কি এক হচ্ছেন শাকিব-অপু?’
সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস স্পষ্ট করে বলেন, আমি বিবাহিত, সেটা ফেসবুকে প্রমাণ করার কিছু নেই। সংসার প্রতিষ্ঠা করতে হলে ফেসবুক পোস্ট লাগে না। কেউ বিশ্বাস করলে করবে, না করলে আমার বোঝানোর সময় নেই।
শাকিবের সঙ্গে সংসার কেমন চলছে? এই প্রশ্নেরও সরাসরি জবাব দেননি। তিনি বলেন, যতটুকু প্রয়োজন মনে করেছি, জানিয়েছি। এর বাইরে আমি পারিবারিক বিষয়গুলো ব্যক্তিগতই রাখতে চাই।
নিজের সীমারেখা টেনে দিতে গিয়ে প্রিয় নায়ক শাহরুখ খানের উদাহরণ টানেন অপু। বলেন, শাহরুখ দর্শকদের যতটুকু প্রয়োজন মনে করেছেন, ততটুকুই জানিয়েছেন। আমি-ও তাই মনে করি। আমার সংসার নিয়ে সব কিছু প্রকাশ্যে আনার দরকার নেই।
এনএটি