বলিউডের জনপ্রিয় সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। সিনেমাটি নিয়ে এবার এক অজানা তথ্য প্রকাশ্যে এসেছে।
সম্প্রতি ভাইরাল হওয়া প্রীতি জিনতার শো ক্লোজ অ্যান্ড পার্সোনাল-এর এক পুরনো সাক্ষাৎকারে হৃতিক এই ঘটনার কথা শেয়ার করেন। তিনি জানান, পরিচালক জয়া আখতার যখন তার বাড়িতে গল্প শোনাতে যান তখন একটি শর্ত দেন। তা হল- সুজানকে মিটিংয়ে থাকতে হবে। যদি সে না থাকত, আমি সম্ভবত সিনেমাটি করতাম না।
সুজানের উৎসাহ হৃতিককে সিনেমাটি করার সিদ্ধান্ত নিতে প্রভাবিত করে। এমনকি জয়া আখতার শুরুতেই ক্রেডিটে সুজানকে বিশেষভাবে ধন্যবাদ জানান, কারণ তার জন্যই হৃতিক কাজটি করতে রাজি হন।
হৃতিক বলেন, আমি গল্পটি ভীষণ পছন্দ করি। ভেবেছিলাম- এটা অবশ্যই বানানো উচিত। আর সুজান তখন আমাকে এটাতে অভিনয়ের জন্য অনুরোধও করেছিল, যেন আমি হ্যাঁ বলি। তার চাপাচাপিতে তখন আর না বলতে পারিনি।
‘জিন্দেগি না মিলেগি দোবারা’ সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালের ১৫ জুলাই। এতে হৃতিককে দেখা যায় এক কর্পোরেট এক্সিকিউটিভ হিসেবে, যিনি টাকার পেছনে ছুটতে ছুটতে ব্যক্তিগত জীবনকে অবহেলা করছিলেন। পরে দুই স্কুলবন্ধুর সঙ্গে একটি ট্রিপে বেরিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে দেখা হওয়ার পর তার জীবন বদলে যায়। ভালোবাসা ও জীবনের প্রকৃত মানে খুঁজে পান তিনি।
এদিকে, ২০০০ সালে হৃতিক ও সুজান বিয়ে করেন। তাদের দুই ছেলে হৃহান ও হৃদান। তবে ২০১৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবুও তাদের সম্পর্ক বন্ধুর মতো এবং একসঙ্গে সন্তানদের দেখাশোনা করেন।
এনএটি