ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, আগস্ট ২৬, ২০২৫
অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন। সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর সময় এই অভিনেত্রীর বয়স হয়েছিল ৬৮ বছর।

অভিনেত্রী জাহানারা ভূঁইয়ার ভাতিজা সংগীতশিল্পী নিলয় আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

দীর্ঘদিন ধরে নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন জাহানারা ভূঁইয়া। ডায়াবেটিসের কারণে তার দুটি কিডনিই অচল হয়ে যায়। ১৬ মাস ধরে মিনেসোটার লেক রিজ কেয়ার সেন্টারে চিকিৎসাধীন ছিলেন তিনি। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস চললেও শেষ পর্যন্ত আর সুস্থ হয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী।  

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি জাহানারা ভূঁইয়া গীতিকার, নির্মাতা এবং প্রযোজক হিসেবেও পরিচিত লাভ করেন। গীতিকার হিসেবে চলচ্চিত্রে তারা যাত্রা শুরু হয়। মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক স্বামী সিরাজুল ইসলাম ভূঁইয়ার ‘নিমাই সন্ন্যাসী’ সিনেমায় প্রথম গান লেখেন।  

আশির দশকে ‘সৎমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে চরিত্রাভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর শতাধিক সিনেমায় অভিনয় করেন। পরিচালনা করেছেন কয়েকটি চলচ্চিত্রও। তার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমা ‘সিঁদুর নিওনা মুছে’।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।