দর্শকদের তুমুল আগ্রহ ও ভালোবাসাকে সঙ্গী করে প্রচারে এসেছে ব্যাচেলরদের সেই চিরচেনা ফ্ল্যাট। গল্পের নতুন অধ্যায়ে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ যেন আরও আগ্রহের কেন্দ্রে।
এবার আরও বেশি হাসি, নাটকীয়তা আর অপ্রত্যাশিত সব ঘটনায় আগের পর্বগুলোর রেশ যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে কাজল আরেফিন অমি পরিচালিত তুমুল জনপ্রিয় এই সিরিয়ালটির নতুন সিজন। ইতোমধ্যেই প্রচার হয়েছে বেশ কিছু পর্ব।
এবারের নতুন সিজনের ১৭ থেকে ২৪ পর্বে পাশার ব্যবসার নতুন চ্যালেঞ্জ, ফ্ল্যাটের শান্তি নিয়ে টানাটানি, শিমুল-জাকিরের জটিল যুদ্ধ আর মতলবের অবিশ্বাস্য নতুন চাল- সবই থাকছে। এর সঙ্গে নতুন চমক হিসাবে দেখা যাবে নতুন মুখ।
কাজল আরেফিন অমির পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত এই সিজনে বরাবরের মতোই প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া লাম, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, ইশতিয়াক রুমেল তাদের সুপরিচিত সঙ্গীরা।
টেকনিক্যাল জটিলতায় এক সপ্তাহ বিরতি দিয়ে নতুন পর্বগুলো স্ট্রিমিং হচ্ছে শুধুমাত্র বঙ্গতে। পাশাপাশি প্রচার হচ্ছে বুম ফিল্মসের ইউটিউব ও চ্যানেল আই-এর পর্দায়।
এনএটি