ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

বিনোদন

ছবি তোলায় ভক্তকে ঘুষি দিলেন জয়া বচ্চন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, আগস্ট ১২, ২০২৫
ছবি তোলায় ভক্তকে ঘুষি দিলেন জয়া বচ্চন!

প্রায়ই অতিরিক্ত রাগের কারণে খবরের শিরোনামে উঠে আসেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চন। কখনো ছবি শিকারিদের উদ্দেশে বলে ফেলেন কটু কথা, কখনো আবার ভক্তদের দেখলেই রেগে যান।

এবারও তার ব্যতিক্রম হলো না! 

সম্প্রতি সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি (তিনি নাকি একজন দলীয় কর্মী) অনুমতি ছাড়াই জয়া বচ্চনের সঙ্গে সেলফি নিতে এগিয়ে যান। ভক্তের সঙ্গে সেলফি তোলা তো দূরের কথায়, এইভাবে অনুমতি ছাড়া কাছে আসতেই ভীষণভাবে রেগে যান জয়া। এরপর নিজেকে সরিয়ে নিয়ে ওই ভক্তকে ঘুষি মারেন অভিনেত্রী। ঘটনার আকস্মিকতায় ওই ব্যক্তি নিজেও লজ্জা পেয়ে সরে যান। এরপর হাসিমুখেই জয়াকে ‘স্যরি’ বলেন।  

এতে অভিমানের বরফ গলেনি জয়ার। তিনি পাল্টা ওই ব্যক্তিকে বকাবকি করেন। উপস্থিত সবাই ভীষণভাবে অপ্রস্তুত হয়ে পড়েন এই ঘটনায়। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। প্রবীণ অভিনেত্রীর নিন্দায় সরব নেটভুবনের একাংশ।

ঘটনাটি ঘটেছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে, যেখানে জয়া বচ্চন একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জয়ার পাশাপাশি সেখানে উপস্থিত থাকতে দেখা যায় শিবসেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদীকেও। ব্যাপারটা ঘটার পরেই জয়া স্বাভাবিক হলেও বাকিরা কিছুটা ইতস্তত বোধ করতে থাকেন।

ভিডিও ছড়িয়ে পড়তেই জয়ার এমন আচরণ নিয়ে আবার ক্ষোভ প্রকাশ করেন নেটিজেনরা। ওই ব্যক্তির উদ্দেশেও অনেকে বলেন, ‘জয়া বচ্চনের ছবি তোলার কী প্রয়োজন ছিল?’ কেউ কেউ আবার জয়াকে ভীষণভাবে ‘দাম্ভিক’ বলে অভিহিত করেন।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।