নির্মাতা রায়হান রাফীর ‘সুড়ঙ্গ’ দিয়ে বড়পর্দায় অভিষেক হয় জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর। দুই বছর আগে কথা এটি।
অভিনেতার ভক্তদের অপেক্ষার প্রহর আরও দীর্ঘ হচ্ছে। কারণ, হাঁটুর সমস্যায় ভুগছেন নিশো। যদিও স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন, কিন্তু সিনেমার অ্যাকশন ও দীর্ঘ শুটিংয়ের জন্য শারীরিকভাবে তাকে শতভাগ ফিট থাকা দরকার। ফলে ‘সুড়ঙ্গ-২’র শুটিংয়ের আগে তাকে হাঁটুর অস্ত্রোপচার করাতে হবে।
শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘১০ম ইন্টারন্যাশনাল বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।
‘সুড়ঙ্গ-২’ নিয়ে নিশোর কাছে প্রশ্ন রাখলে তিনি বলেন, ‘সুড়ঙ্গ-২ কবে আসবে সেটা নির্মাতা রাফী জানে। আমাকেও ফিজিক্যালি ফিট হতে হবে। পুরোপুরি অ্যাকটিভ লাইফ লিড করতে হলে আমাকে একটা সার্জারি করাতে হবে। ’
এ সময় মজা করে তিনি এও বলেন, ‘এটা এর আগে কখনও বলা হয়নি। আজ প্রথমবার বলছি। এখন যদি সবাই ভাবে- তোমার তো পা ভাঙা, তাহলে তো আর কাজ পাব না!’
অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতাও শেয়ার করেন নিশো। জানান, তার শুরুটা কোনো থিয়েটার বা মঞ্চনাটক থেকে নয়। টিভি নাটক করেই অভিনয় শিখেছেন।
অভিনেতার মতে, টিভি নাটক, মঞ্চ নাটক ও সিনেমা- প্রতিটিই ভিন্ন মাধ্যম, আর প্রতিটি ক্ষেত্রেই আলাদা শেখার বিষয় রয়েছে।
এনএটি