ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

বিনোদন

প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪১, আগস্ট ২, ২০২৫
প্রেম করছেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক!

প্রেম করছেন স্টার জলসার জনপ্রিয় ‘মা’ ধারাবাহিকের ঝিলিক খ্যাত তিথি বসু। এই খবর অবশ্য বেশ কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল।

আসলে তিনি নিজেই কিছুটা ইঙ্গিত দিয়েছিলেন।

এই অভিনয় শিল্পী গেল মার্চে গিয়েছিলেন মানালী সফরে। সেখানেই তিনি খোঁজ দিয়েছিলেন মনের মানুষের। তবে সেখানে অবশ্য তার পরিচয় সামনে আনেননি। এবার অবশেষে প্রেম প্রসঙ্গে কথা বললেন নায়িকা।

সেই সফর থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছিলেন তিথি। সেখানেই সাদা কালো ছবিগুলোতে দেখা যাচ্ছিল তিনি একা নয়, তার সঙ্গে আছেন আরও একজন। তিনি তার প্রেমিক। যদিও তিথি বা তার প্রেমিক কারও মুখ দেখা যায়নি তখন। ছবিগুলো পোস্ট করে তিনি লেখেন, আমি ওর, আর ও আমার। শেষ পর্যন্ত শুধু আমি আর সে।

যদিও এই পোস্টটি করার কিছুক্ষণের মধ্যেই তিনি সেটা ডিলিট করে দেন। তারপর প্রায় চারমাস পর শনিবার প্রেমিকের সঙ্গে ফের একটি ছবি পোস্ট করেন তিনি। সেই ছবিতে প্রেমিকের মুখ একটি স্টিকার দিয়ে ঢেকে দেন। ছবিটি পোস্ট করে ক্যাপশনে লেখেন, সবাইকে ভুলে যাই, শুধু তুই মনে থেকে যা।

কিন্তু এত রাখ ঢাক করে কেন ছবি পোস্ট? প্রেমের শুরুই বা হল কবে? এই প্রসঙ্গে এবার মুখ খুললেন নায়িকা। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি নজর লাগাতে খুব বিশ্বাসী। তাই এখনই দু’জনের ছবি পোস্ট করতে চাই না। কিন্তু ইচ্ছা তো করে, তাই পোস্ট করলাম। ভ্লগিং করতে গিয়েই দেখা আমাদের। একটা সংস্থা আমায় ভ্লগিংয়ের জন্য নিয়ে গিয়েছিল। সেখানেই শুভজিতের সঙ্গে আমার দেখা। বাকি কাজটা ওই করে দিয়েছিল।

তিথির প্রেমিকের নাম শুভজিৎ চক্রবর্তী। তিনি এক সময় চাকরি করতেন। বর্তমানে নিজের ব্যবসা শুরু করেছেন। তাছাড়াও তিথিকে ভ্লগিংয়ে সাহায্য করে থাকেন।

প্রসঙ্গত, এটাই তিথির প্রথম প্রেম নয়। এর আগে এক ক্রিকেটারের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন নায়িকার। তবে ২০২২ সালের ডিসেম্বরে সেই সম্পর্কে ইতি টানেন তিথি।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।