ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

বিনোদন

উর্বশীর গয়নাসহ ব্যাগ চুরি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ১, ২০২৫
উর্বশীর গয়নাসহ ব্যাগ চুরি!

নানা কারণেই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। উইম্বলডন টেনিস টুর্নামেন্ট উপভোগ করতে লন্ডনে পাড়ি দিয়েছিলেন তিনি।

ভ্রমণের সময় তার সঙ্গে থাকা একটি দামি ব্র্যান্ডের ব্যাগ ও ‘লাবুবু’ পুতুল নিয়ে ইতোমধ্যেই নেটদুনিয়ায় চর্চা শুরু হয়েছিল।

এবার সেই আলোচিত ব্যাগই রহস্যজনকভাবে গ্যাটউইক বিমানবন্দর থেকে চুরি হয়ে যাওয়ার অভিযোগ করেছেন উর্বশী।

সামাজিকমাধ্যমে এক পোস্টে উর্বশী জানান, ব্যাগটিতে ছিল প্রায় ৭০ লাখ রুপির দামী গয়না ছিল। তিনি লেখেন, আমি এমিরেটস এয়ারলাইন্সের প্ল্যাটিনাম সদস্য এবং একজন আন্তর্জাতিক শিল্পী। উইম্বলডন ভ্রমণের পর গ্যাটউইক বিমানবন্দরে আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি ব্যাগেজ বেল্ট থেকেই চুরি হয়ে গেছে। ব্যাগে সঠিক ট্যাগ ও টিকিট থাকার পরও এ ধরনের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার ওপর বড় প্রশ্ন তৈরি করে।

উর্বশী রাউতেলা কখনও তার পোশাক, কখনও বক্তব্য বা সামাজিকমাধ্যমে ভাইরাল কন্টেন্ট নিয়ে বিতর্কের কেন্দ্রে থাকেন তিনি। এবার গয়নাসহ দামী ব্যাগ হারিয়ে আবারও আলোচনায় উঠে এলেন এই বলিউড অভিনেত্রী।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।