ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সিনেমার গানে জালালী শাফায়াত সঙ্গে বালাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, মে ৯, ২০২৫
সিনেমার গানে জালালী শাফায়াত সঙ্গে বালাম

আসন্ন ঈদুল আযহাতে মুক্তির অপেক্ষায় থাকা আরিফিন শুভর ‘নীলচক্র’ সিনেমায় দেখা যাবে র‍্যাপার জালালী শাফায়াতকে। ‘এই অন্ধকারের শহরে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেতে দেখা যাবে দেশের এই র‍্যাপারকে।

এরইমধ্যে অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘এই অন্ধকারের শহরে’। গানটির কথা লিখেছেন গায়ক শাফায়াত নিজেই। আর সংগীত করেছেন আরেক জনপ্রিয় সংগীত তারকা বালাম। প্রকাশিত গানটির দৃশ্যে দেখা গেছে, একটি টিনেজ ডিজে পার্টিতে গানটি গাইছেন জালালী শাফায়াত, সেখানে উপস্থিত আছেন বালাম নিজেও।

সিনেমাটি পরিচালক মিঠু খান বলছেন, এই গানের মাধ্যমে জালালী শাফায়াত প্রথমবার কোন সিনেমায় কণ্ঠ দেওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন। গানটি সিনেমার গল্পের সঙ্গে খুবই সম্পর্কিত। গল্পের সঙ্গে মিল রেখে শাফায়াত গানের কথাও লিখেছেন সেখানে। আশা করি দর্শক ঈদে আমাদের সমসাময়িক গল্প দেখতে পারে ‘নীলচক্র’ সিনেমায়।

ব্যাপার জালালী শাফায়াত বলছেন, র‍্যাপার চরিত্রে এবার সিনেমাতে অভিনয় করেছি। দর্শক আমাকে সেভাবেই সিনেমাতে পাবেন। আশা করছি, ঈদে ‘নীলচক্র’ সিনেমাটি দর্শক উপভোগ করবেন। কারণ সিনেমার গল্পটা এখনকার যুব সমাজের; গানে গানে আমি সেই কথাই বলার চেষ্টা করেছি। ’

‘নীলচক্র’ সিনেমা মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করলেন আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমে নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছেন। অনেকেই পা দিচ্ছেন সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘নীলচক্র’।

পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ সিনেমার চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত সিনেমাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আমেরিকান ফিল্ম মার্কেটে বিশ্ব প্রিমিয়ার হয়ে এবার আসছে ঈদুল আযহায় দেশে মুক্তি পেতে চলেছে ‘নীলচক্র’।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।