ঢাকা, রবিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

বিনোদন

গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না শার্লিন চোপড়া!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৬, নভেম্বর ৩০, ২০২৪
গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না শার্লিন চোপড়া!

নিজের জীবনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া। তার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে।

নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)।

সম্প্রতি একটি অনুষ্ঠানে মা হওয়ার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয় শার্লিন চোপড়াকে। জবাবে তিনি বলেন, আমার একটি স্বাস্থ্য সমস্যা রয়েছে। নাম সিস্টেমেটিক লুপাস ইরাথেমেটাস (এসএলই)। যা এক ধরণের অটোইমিউন ডিজিজ। ২০২১ সালে প্রথম এই রোগ ধরা পড়ে।

তিনি জানান,  এই রোগোর কারণে আমি ২০২১ সালে কিডনি সমস্যার সম্মুখীন হয়েছিলাম। এরপর থেকেই সমস্যা বাড়ে। ডাক্তার আমাকে বলেছিলেন, স্বাস্থ্য ব্যাধি নিয়ন্ত্রণে রাখতে আমাকে সারাজীবন ওষুধ খেতে হবে। আমি এটি দিনে তিনবার গ্রহণ করি। তারা এও পরামর্শ দিয়েছিল, আমার কখনই অন্তঃসত্বা হওয়ার কথা ভাবা উচিত নয়। কারণ, এটি শিশু এবং মা উভয়ের জন্যই প্রাণঘাতী হতে পারে।

ডাক্তারদের মতে, লুপাসে আক্রান্তরা সুস্থ যৌনজীবন বজায় রাখতে পারলেও গর্ভধারণ তাদের জন্য জীবন-ঝুঁকিপূর্ণ হতে পারে। এ কারণেই শার্লিন নিজের গর্ভে সন্তানের জন্ম দিতে পারবেন না।

তবে শার্লিন মা হতে চান। অন্তত চার-পাঁচটি সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। নিজের এমন অনুভূতি জানিয়ে তিনি বলেন, আমি বাচ্চা খুব ভালোবাসি। ভারতে মা হওয়ার জন্য কী কী বিকল্প রয়েছে, তা খতিয়ে দেখছি। খুব শিগগিরই সবাইকে একটা সুখবর দেব।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘন্টা, নভেম্বর ৩০, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।