ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

চলচ্চিত্র শিল্পীদের নিয়ে ‘ব্যাড গার্লস’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৩, মে ৯, ২০২৪
চলচ্চিত্র শিল্পীদের নিয়ে ‘ব্যাড গার্লস’

চলচ্চিত্রের একঝাঁক অভিনেতা-অভিনেত্রী নিয়ে ‘ব্যাড গার্লস’ নামের ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন সেলিম রেজা। কাহিনি ও চিত্রনাট্যে অনুরূপ আইচ।

আগামী সপ্তাহে সিরিজটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এরই মধ্যে সিরিজটিতে অভিনয়ের জন্য শিবা শানু, ডন, শিরিন শিলা, নিঝুম রুবিনা, আমান রেজা, সাইফ খান, তানিন সুবহা, রিতু দত্ত, আইরিন ইরানি, পিয়া অনন্যা, এস কে তৃষ্ণা, ইসরাত জাহানসহ অনেকে চুক্তিবদ্ধ হয়েছেন।

পরিচালক সেলিম রেজা বলেন, ‘খানিকটা চলচ্চিত্রের আদলে গল্প। এ কারণে চলচ্চিত্রের শিল্পীদের নিয়েছি। বেশ লম্বা একটা সিরিজ হতে যাচ্ছে এটি। আগামী সপ্তাহে শুটিং শুরু হবে। আশা করি, গল্পটা সবার ভালো লাগবে। গল্পের সাথে মিল রেখে চরিত্র অনুযায়ী অভিনয় শিল্পী নির্বাচন করা হয়েছে। আমার বিশ্বাস, ব্যাড গার্লস নিয়ে দর্শক আলোচনা-সমালোচনায় মুখরিত থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।