ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

বিনোদন

দেশের টিভি চ্যানেলে শততম পর্বে তুর্কি ‘শিকারি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০২, মে ৮, ২০২৪
দেশের টিভি চ্যানেলে শততম পর্বে তুর্কি ‘শিকারি’

তুর্কির জনপ্রিয় ধারাবাহিক ‘শিকারি’। বাংলা ভাষায় ডাবিং করে ধারাবাহিকটি সপ্তাহে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার প্রচার করছে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী।

বৃহস্পতিবার (০৯ মে) রাত ৮টায় প্রচার হবে এর শততম পর্ব।

বুরকু গোর্গুন তোপটাস ও ওজলেম ইলমাজ রচিত সিরিয়ালটি পরিচালনা করেছেন বাহাদির ইন্স। নাটকের নির্বাহী প্রযোজক মুশফিকুর রহমান মঞ্জু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বারিস আরদুস ও বুরজু বিরিচিক।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেথার তানরোয়েন, হাতিজে আসলান, লেভান্ত ইলগ্যান, বুরাক উইয়ানাক, জান্যার শাহিন, আয়তেক সায়াল, আহস্যান অ্যারোলু, ইপেক আরদ্যাম, দ্যারিয়া ব্যাজার্কা, হানদে দিলান হানজে প্রমুখ।  

এটি বাংলায় ডাবিং করেছেন রাজু, নাদিরা আঞ্জুম মিমি, আহসান, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, শেকানুল ইসলাম শাহি, তোফায়েল আহমেদ, অভিক সাহা, পর্ণা মিটিন্ডা কস্তা, ইরা রহমান, অনু, তানিয়া, শাকিল, জারিন ফাতেমা।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, মে ০৮, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।