ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

বিনোদন

সালমান খানের বাড়ির বাইরে গুলি: অভিযুক্তের আত্মহত্যা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, মে ১, ২০২৪
সালমান খানের বাড়ির বাইরে গুলি: অভিযুক্তের আত্মহত্যা

বলিউড সুপারস্টার সালমান খানের বাড়ির বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যান অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি।  ১৪ এপ্রিলে এ ঘটনার ১১ দিনের মাথায় ২৫ এপ্রিল অনুজ থাপা (৩২) নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

তবে বুধবার (১ মে) পুলিশ হেফাজতেই আত্মহত্যার চেষ্টা করেছেন অনুজ। পরে তাকে গুরুতর অবস্থায় দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে মৃত্যু হয় তার।

এ ঘটনার পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত রয়েছে বলে জানা গেছে।

সেদিন গুলি চালানোর জন্য দুই মূল অভিযুক্ত ভিকি গুপ্তা এবং সাগর পালকে নাকি এই অনুজই আগ্নেয়াস্ত্র দিয়েছিলেন। আগামী ৪ মে পর্যন্ত এই মামলায় অভিযুক্ত তিনজন ভিকি গুপ্তা, সাগর পাল এবং অনুজ থাপনকে পুলিশি হেফাজতে রাখার কথা ছিল। তার আগেই একজনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০১, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।