ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

শুটিংয়ে আহত সাইফ আলী খান হাসপাতালে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জানুয়ারি ২৩, ২০২৪
শুটিংয়ে আহত সাইফ আলী খান হাসপাতালে 

জনপ্রিয় বলিউড অভিনেতা সাইফ আলী খান শুটিং করতে গিয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।  

ইন্ডিয়া ডটকম জানিয়েছে, সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় ৫৩ বছর বয়সী এই অভিনেতাকে।

 
তেলেগু ভাষার ‘দেবারা’ সিনেমার শুটিং চলাকালে হাঁটু ও কাঁধে আঘাত পেয়েছেন সাইফ আলী খান।  

চিকিৎসক জানিয়েছেন, সাইফের হাঁটুতে অস্ত্রোপচার করতে হতে পারে। হাসপাতালে এ অভিনেতার পাশে রয়েছেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।  

‘দেবারা’ সিনেমা নির্মাণ করছেন কোরাতলা শিবা। সিনেমাটিতে জুনিয়র এনটিআরের বিপরীতে অভিনয় করছেন জাহ্নবী কাপুর। এ সিনেমার মাধ্যমে তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হতে যাচ্ছে তার।

সবকিছু ঠিক থাকলে আগামী ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেবারা’।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।