ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

বিনোদন

ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল- জ্যাকি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৭, জানুয়ারি ২, ২০২৪
ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন রাকুল- জ্যাকি

বি-টাউনে আপতত বিয়ের মৌসুম চলছে। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং প্রযোজক-অভিনেতা জ্যাকি ভাগনানির সঙ্গে সম্পর্কে রয়েছেন দুবছর হলো।

এবার ফেব্রুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসছেন তারা।  

এবার ছাদনা তলায় রাকুল প্রীত আর জ্যাকি।  

জানা গেছে, প্রেমের মাসেই গাঁটছড়া বাঁধবেন দুজনে। ট্রেন্ড ফলো করেই ডেস্টিনেশন বিয়ে সারছেন তারা। তবে অন্য বলি নায়িকাদের চেয়ে একটু অন্যরকম রাকুলের পছন্দ।  
সিদ্ধার্থ মালহোত্রার ‘আইয়ারি’ নায়িকা রাজস্থানে নয়, গোয়ায় সাত পাক ঘুরবেন।  

জুটির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, আগামী ২২ ফেব্রুয়ারি রাকুল আর জ্যাকি গোয়ায় বিয়ে করতে চলেছেন। আয়োজন এলাহি হলেও হাতে গোনা অতিথির উপস্থিতিতেই হবে বিয়ের অনুষ্ঠান।

২০২১ সালে নিজেদের সম্পর্কের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছিলেন রাকুল প্রীত। প্রেমিকের হাতে হাত রাখার লেন্সবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে দিয়ে অভিনেত্রী লিখেছিলেন,‘এ বছরে তুমিই আমার সব চেয়ে বড় উপহার। ’

সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।