ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

বিনোদন

এসএকে সম্মাননা পেলেন বাবুল উদ্দিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪০, ডিসেম্বর ৫, ২০২৩
এসএকে সম্মাননা পেলেন বাবুল উদ্দিন

শাহ আব্দুল করিম (এসএকে) সন্মাননা-২০২২ এ ভূষিত হলেন পরিচালক বাবুল উদ্দিন। সম্প্রতি ‘ঢাকা সাংস্কৃতিক সংগঠনের’ উদ্যোগে রাজধানীর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জমকালো আয়োজনের মাধ্যমে এই নির্মাতাকে সম্মাননা প্রদান করা হয়।

এ সময় বাবুল উদ্দিনের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম খালিদ, এমপি ও বিশেষ অতিথি পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।  

বাবুল উদ্দিন এ পর্যন্ত ১৫টি বিজ্ঞাপন ও ৫টি নাটক পরিচালনা করেছেন। এছাড়া নিয়মিত ডকুমেন্টারি নির্মাণ করে থাকেন তিনি।  

সম্মাননা প্রসঙ্গে বাবুল উদ্দিন বলেন, যে কোনো কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত হলে সেটা অবশ্যই ভালো লাগে। এতে কাজের প্রতি দায়বদ্ধতা বেড়ে যায়। সবাই দোয়া করবেন যাতে সামনের দিনগুলোতে আরো ভালো নাটক দর্শকদের উপহার দিতে পারি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।