ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

লালমনিরহাটে নির্বাচনী প্রচারণায় শিশুরা!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, ডিসেম্বর ২৮, ২০১৫
লালমনিরহাটে নির্বাচনী প্রচারণায় শিশুরা! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাট পৌরসভা নির্বাচনের প্রচারণায় শেষ মুহূর্তে শিশুদের ব্যবহারের অভিযোগ উঠেছে এক সংরক্ষিত মহিলা ‍কাউন্সিলর প্রার্থীর বিরুদ্ধে।
 
সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী নিলুফা ইয়াসমিনের পক্ষে স্কুলপড়–য়া কোমলমতি অর্ধশতাধিক শিশু শরীরে পোস্টার পেঁচিয়ে মিছিল বের করে।



মিছিলটি শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

মিছিলে অংশ নেওয়া শিশুরা জানায়, প্রার্র্থী নিজেই তাদের চা-নাস্তা খাওয়ার টাকা দিয়ে মিছিল করতে বলেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন নিলুফা ইয়াসমিন। তিনি  বাংলানিউজকে জানান, তিনি বিষয়টি জানেন না। এজন্য শিশুদের টাকা-পয়সাও দেননি তিনি।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীই শিশুদের ব্যবহার করে আচরণবিধি লঙ্ঘন করেছেন।

লালমনিরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকার বাংলানিউজকে জানান, মিছিলে বা নির্বাচনী প্রচারণায় শিশুদের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সোমবার শিশুদের মিছিলের বিষয়টি তার জানা নেই।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।