ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন

নাটোরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, ডিসেম্বর ২৮, ২০১৫
নাটোরে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর:  নাটোরের ছয় পৌরসভায় সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে পাঁচ পৌরসভায় এক প্লাটুন করে এবং নাটোর সদর পৌরসভায় দুই প্লাটুন।



নাটোর রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সাধারণ ) কাজী আতিউর রহমান জানান, পৌর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে নাটোরে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সোমবার  সকাল থেকেই সংশ্লিষ্ট পৌর এলাকায় বিজিবি টহল দিচ্ছে বলে জানান তিনি।

এদিকে নাশকতা রোধে জেলার গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন যানবাহনসহ মোটরসাইকেলে তল্লাশি করা হচ্ছে।

অপরদিকে নাশকতা চেষ্টার অভিযোগে শহরের কানাইখালী এলাকা থেকে ফারুক হোসেন ও জব্বার নামে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মিজানুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।