ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন

সাতকানিয়ার ওসি প্রত্যাহারে আইজিপিকে ইসির নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, ডিসেম্বর ২৫, ২০১৫
সাতকানিয়ার ওসি প্রত্যাহারে আইজিপিকে ইসির নির্দেশ

ঢাকা: আসন্ন পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নিতে পুলিশ মহাপরিদর্শকে (আইজিপি) নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২৫ ডিসেম্বর) ইসির উপ-সচিব সামসুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠির মাধ্যমে নির্দেশনাটি আইজপিকে পাঠানো হয়েছে।



এতে বলা হয়েছে, পৌরসভা নির্বাচন উপলক্ষে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন খন্দকারকে প্রত্যাহারের জন্য নির্দেশ দিয়েছে ইসি। দ্রুতই এ বিষয়ে ব্যবস্থা নিয়ে ইসি সচিবালায়কে জানানোর জন্যও বলা হয়েছে চিঠিতে।

এর আগে কালকিনি, কুলাউড়া ও মতলব উত্তরের ওসিকেও প্রত্যাহার করার নির্দেশনা দেয় ইসি। এছাড়া আরও বেশ ক’টি থানার ওসির অনিয়ম খতিয়ে দেখছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।

আগামী ৩০ ডিসেম্বর দেশের ২৩৩ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে মেয়র পদে দলীয় এবং কাউন্সিলর পদে নির্দলীয়ভাবে ভোটগ্রহণ হবে। নির্বাচনে ২০টি দল মেয়র পদে প্রার্থী দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ইইউডি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।