ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

নির্বাচন

ঠাকুরগাঁওয়ে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৯, ডিসেম্বর ২৪, ২০১৫
ঠাকুরগাঁওয়ে বিএনপির মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও: আসন্ন পৌর নির্বাচনে কারচুপির আশঙ্কায় ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর পৌরসভার বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মির্জা ফয়সাল আমীন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফয়সাল আমিন অভিযোগ করে বলেন, আগামী ৩০ ডিসেম্বরের পৌর নির্বাচনে শহরের সরকারি কলেজ, রিভারভিউ উচ্চ বিদ্যালয়, আশ্রপাড়া ও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট কারচুপি’র আশঙ্কা রয়েছে।



তাই উক্ত কেন্দ্রগুলো পরিদর্শনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।