ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

নির্বাচন

কালিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২০, ডিসেম্বর ৩০, ২০১৫
কালিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নড়াইল: ভোট শুরুর এক ঘণ্টার মাথায় ব্যাপক কারচুরির অভিযোগ তুলে ভোট বর্জন করেছেন কালিয়া পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ওয়াহিদুজ্জামান মিলু।

বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ভোট কেন্দ্রে গিয়ে তিনি বলেন, বিভিন্ন স্থানে খবর নিয়ে দেখেছি, ব্যাপক ভোট কারচুরি হচ্ছে।

সরকার দলীয় প্রার্থীর পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এমনকি এজেন্টদেরও ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এ ব্যাপারে অভিযোগ করা হলেও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

এ অবস্থায় সুষ্ঠু ভোট গ্রহণ সম্ভব নয়। এজন্য আমি ভোট বর্জন করলাম।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
জেপি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।