ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

নির্বাচন

পৌর নির্বাচন

বরিশালে ২ কাউন্সিলর প্রার্থীকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪১, ডিসেম্বর ২১, ২০১৫
বরিশালে ২ কাউন্সিলর প্রার্থীকে শোকজ

বরিশাল: আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরিশালের উজিরপুর পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীকে শোকজ করেছেন রিটার্নিং অফিসার।

সোমবার (২১ ডিসেম্বর) দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং ১২ ঘণ্টার মধ্যে তার জবাব দিতে বলা হয়।



নোটিশপ্রাপ্ত দুই কাউন্সিলর প্রার্থী হলেন ৯ নম্বর ওয়ার্ডের কাইউম খান (ডালিম) ও কাওছার বেপারী (গাঁজর)।
 
সহকারী রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন বাংলানিউজকে জানান, রোববার বিকেলে আচরণবিধি লঙ্ঘন করে ওই দুই প্রার্থীর সমর্থনে নির্বাচনী এলাকায় মিছিল বের হয়। এ কারণে তাদের শোকজ করা হয়েছে। নোটিশের জবাব পেলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।